সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসির চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, করোনার অভিঘাতে স্বাস্থ্য ও অর্থনীতি খাতের পুনরুদ্ধার নিয়ে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে সেরূপ শিক্ষা খাতকেও সর্বাধিক গুরুত্ব দেওয়া অপরিহার্য। শিক্ষার্থীদের ঝরেপড়ার পাশাপাশি বর্তমানে শিক্ষকদেরও শিক্ষকতা পেশা থেকে আশঙ্কাজনকহারে বিচ্যুতি ঘটছে যা মানসম্পন্ন শিক্ষা অর্জনের পথে অন্তরায়। শহর, গ্রাম, পিছিয়ে পড়া অনগ্রসর এলাকাসহ সারা দেশের শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলাপ-আলোচনার ভিত্তিতে শিক্ষা খাতের সংকট নিরসনে সকলের সমন্বিত প্রয়াস জরুরি। পিপিআরসির উদ্যোগে পাঁচলাইশস্থ চট্টগ্রাম রিসার্চ ইনিশিয়েটিভ (সিআরআই)’র কনফারেন্স হলে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন-সৈয়দ মুহাম্মদ জুলকরনাইন, অধ্যক্ষ আবু তালেব বেলাল, সজল চৌধুরী, অধ্যক্ষ ড. মুহাম্মদ কামাল উদ্দীন, আহছান হাবীব, অধ্যক্ষ আশরিফা তানজীম, অঞ্চল চৌধুরী, কাজী ইকবাল আহছান মঞ্জু, অধ্যক্ষ অর্পিতা নার্গিস, আমিনুল ইসলাম কায়ছার, নেছার আহমেদ খান, হাসান মারুফ রুমি, প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ, নোমান উল্লাহ বাহার, অধ্যক্ষ মাওলানা এম. সোলায়মান কাসেমী, শিক্ষক শফিউর রহমান, শিক্ষক শিমুল মুহুরী, সোহেল আকতার খান, জাহিদ তানছির, রুমা আক্তার সামিয়া, কুসুম আকতার, সুপিক আনোয়ার, সুলতান আকবর মোমিন, শিক্ষক কানিজ ফাতেমা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।