এসডিজি ইয়ুথ ফোরামের উদ্যোগে মানসম্পন্ন শিক্ষা বিষয়ক ভার্চুয়াল ওয়েবিনার গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান ও বিএইচবিএফসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সেলিম উদ্দীন। তিনি বলেন, শিক্ষা মানুষের অন্তদৃষ্টি প্রসারিত করে। দক্ষ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে সাহায্য করে। করোনায় শিক্ষা খাতের যে ঘাটতি তৈরি হয়েছে, তা পুষিয়ে নিতে কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি। মানসম্পন্ন শিক্ষা কর্মসূচির কো-অর্ডিনেটর ড. মুহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন কর্মসূচির উপদেষ্টা ড. ডেভ ডোল্যান্ড। আলোচক ছিলেন শিক্ষাবিদ শামসুদ্দিন শিশির, এনআইটির চেয়ারম্যান আহসান হাবীব, বাপার কেন্দ্রীয় সংগঠক মিহির বিশ্বাস, অধ্যাপক মিয়া মো. ইউসুফ চৌধুরী ও গবেষক যোবায়ের আহমদ। উপস্থিত ছিলেন শাফকাত জাহান, সোহেল আক্তার খান, মোহাম্মদ জাকারিয়া, গালিব আকন্দ, আব্দুল্লাহ আল রাইয়ান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।