চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কোনো অবহেলা নয়। চসিক সর্বাধিক গুরুত্ব দিয়ে এই দুই খাতে ভর্তুকি অব্যাহত রেখেছে। শিক্ষা ও চিকিৎসাসেবা প্রদানে চসিকের চিকিৎসক ও শিক্ষকদের আন্তরিকভাবে কাজ করতে হবে। গতকাল মঙ্গলবার সকালে ৪০নং পতেঙ্গা মহিলা উচ্চ বিদ্যালয় ও কলেজ কাম সাইক্লোন শেল্টারের নতুন ভবনের নির্মাণকাজ পরিদর্শনকালে তিনি একথা বলেন।
এ সময় সাবেক কাউন্সিলর হাজী জয়নাল আবেদীন, শাহানুর বেগম, প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, নির্বাহী প্রকৌশলী অসীম বড়ুয়া, সহকারী প্রকৌশলী আশ্রাফুল ইসলাম উপস্থিত ছিলেন। জাইকার অর্থায়নে নির্মিতব্য এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৬৫ লাখ টাকা। প্রকল্পের অধীনে ৬ তলা বিশিষ্ট দুটি ভবন নির্মাণ করা হবে। বর্তমানে প্রকল্পের ৫৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামী বছরের ৩০ এপ্রিল এই কাজ শেষ হবে। এদিকে দুপুরে ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের অস্থায়ী কার্যালয়ে জনসাধারণের সাথে মতবিনিময় করেন প্রশাসক। এ সময় তিনি বলেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কারণে পর্যটন এলাকা পতেঙ্গার গুরুত্ব বেড়ে যাচ্ছে। বর্তমানে চট্টগ্রাম বন্দর, চউক, ওয়াসাসহ বিভিন্ন সেবা সংস্থার উন্নয়নকাজ চলমান। ফলে এখনই ওয়ার্ড অফিস নির্মাণ করা যাচ্ছে না। তবে সহসা এর নির্মাণকাজ শুরু হবে। এ সময় সাবেক কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, সহকারী প্রকৌশলী অসীম বড়ুয়া, নুরুল হোসেন, ছালেহ আহম্মদ, আব্দুল কাদের, মোস্তাফা কামাল, জাইদুল ইসলাম, আশরাফ খোকন, মো. আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।