শিক্ষা ও স্বাস্থ্য খাতের দিকে নজর বাড়াতে হবে

ড. লায়লা খালেদা

| শুক্রবার , ২৯ জানুয়ারি, ২০২১ at ৬:৩৮ পূর্বাহ্ণ

নতুন মেয়রের কাছে আমার প্রত্যাশা হচ্ছে- তিনি একটি বাসযোগ্য ক্লিন ও গ্রিন সিটি উপহার দেবেন। জলাবদ্ধতা চট্টগ্রামের বড় সমস্যা। এখন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ জলাবদ্ধতা প্রকল্প বাস্তবায়ন করলেও নতুন মেয়রকে অনুরোধ জানাবো, কাজের মধ্যে যেন সমন্বয় থাকে। আমাদের দেশে সমন্বয়হীন কাজের জন্য জনদুর্ভোগ বেড়ে যায়। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্য খাতের দিকেও নজর বাড়াতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেইসব শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান বাড়াতে হবে। একইভাবে নতুন নতুন কমিউনিটি ক্লিনিক গড়ে তুলতে হবে। এতে নগরবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

পূর্ববর্তী নিবন্ধহকারদের পুনর্বাসন করে নগরবাসীর কর্মঘণ্টা সাশ্রয় করতে হবে
পরবর্তী নিবন্ধনাট্যমঞ্চ ও বিনোদনকেন্দ্র গড়ে তুলতে হবে