শিক্ষা ও গবেষণায় একসাথে কাজ করবে ইউএসটিসি ও প্রিমিয়ার

সমাঝোতা স্মারক স্বাক্ষর

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৩ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৫৬ পূর্বাহ্ণ

প্রখ্যাত সমাজবিজ্ঞানী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন বলেছেন, পৃথিবীতে যৌথ উদ্যোগই শিক্ষার বিস্তার ঘটিয়েছে। বেসরকারি উদ্যোগেই পৃথিবীতে শিক্ষার প্রসার ঘটেছে। ইউরোপে বিভিন্ন সময় শিক্ষার প্রসারে নানা ধরনের উদ্যোগ পরিলক্ষিত হয়েছে। অক্সফোর্ড কেমব্রিজের মতো বেসরকারিভাবে গড়ে উঠা প্রতিষ্ঠানও শিক্ষা ক্ষেত্রে অনন্য সাধারণ ভূমিকা রেখেছে। তিনি যৌথভাবে অগ্রসর হওয়ার উপর গুরুত্বারোপ করে বলেন, অতীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যৌথভাবে এগিয়ে যাওয়ার সুফল পৃথিবী পেয়েছে।
তিনি গতকাল নগরীর একটি হোটেলে ইউএসটিসি ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মাঝে শিক্ষা এবং গবেষণা ক্ষেত্রের একযোগে কাজ করার জন্য এক সমাঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দিচ্ছিলেন। সমাঝোতা স্মারকে ইউএসটিসির পক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এবং প্রিমিয়ার ভার্সিটির পক্ষে উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন স্বাক্ষর করেন।
ইউএসটিসির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষন দিতে গিয়ে ড. অনুপম সেন আরো বলেন, শিক্ষা গুরুত্বপূর্ণ বিষয়, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে কোলাবারেশনের ইউএসটিসির এই উদ্যোগ প্রশংসনীয়। তিনি বলেন, দেশে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে, নারী শিক্ষার হারও বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ৪র্থ শিল্প বিপ্লব এক জায়গায় থেমে নেই জ্ঞানের প্রয়োজনে কোলাবরেশন দরকার। তিনি আরও বলেন, উন্নত জ্ঞান সমৃদ্ধ পরিবেশ সৃষ্টির জন্য, কর্মদক্ষতা, মানবসম্পদ, উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য কোলাবরেশন দরকার। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে এমফিল ও পিএইচডি অনুমোদন প্রয়োজন এবং গবেষণার ক্ষেত্র প্রস্তুতে আমাদের এগিয়ে যেতে হবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ভার্চুয়াল প্লাটফর্মে যোগ দেন ইউএসটিসির বোর্ড অব ট্রাস্টি চেয়ারম্যান এ আই ইসলাম এবং আইএএইচএস-এর গর্ভণিং বডির সদস্য ডা. শেখ মাহসিত নুর। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিওটির সদস্য বোরহানুল হাসান চৌধুরী, ইউএসটিসির বিওটির সদস্য প্রফেসর ডা. শফিউল হাসান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, ইউএসটিসির ভারপ্রাপ্ত ট্রেজারার ডা. কামরুল হাসান, ইউএসটিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খুরশিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উক্ত সমাঝোতা স্মারক স্বাক্ষরের মধ্যে দিয়ে বাংলাদেশে এই প্রথম ইউএসটিসির উদ্যোগে কোন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যকার সমাঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং এই সমাঝোতা স্মারক বাংলাদেশের ইতিহাসে এক মাইলফলক হয়ে থাকবে বলে উল্লেখ করেন ড. অনুপম সেন।
ইউএসটিসি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এ আই ইসলাম বলেন, দেশে যেভাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রসার ঘটেছে এতে কোলাবরেশন অত্যন্ত প্রয়োজন। কোলাবরেশেনের মাধ্যমে শিক্ষা ও গবেষণার আদান-প্রদান সম্ভব এবং উন্নত বিশ্বে শিক্ষার মানদণ্ড বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করবে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যকার কোলাবরেশন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আন্তঃসংযোগ ও সহযোগিতা বৃদ্ধি পাবে।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বোর্ড ট্রাস্টিজের সদস্য বোরহানুল হাসান চৌধুরী বলেন, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে কোলাবরেশন প্রয়োজন এবং এর ফলে শিক্ষা এবং গবেষণার প্রসার সম্ভব এবং উন্নত বিশ্বের সাথে শিক্ষার গুণগতমান বজায় রাখাও সম্ভব। ইউএসটিসির উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, কোলাবরেশনের ফলে শিক্ষার প্রসার ঘটবে এবং দেশ এগিয়ে যাবে। গবেষণা ও একাডেমিক পর্যায়ে অভাবনীয় পরিবর্তন সাধিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধ১০ জাপানি গাড়িসহ ৯৩ লট পণ্যের নিলাম বৃহস্পতিবার
পরবর্তী নিবন্ধশেখ রেহানার জন্মদিন আজ