শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে ইউসিটিসি উপ-উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

| মঙ্গলবার , ২৭ এপ্রিল, ২০২১ at ৭:২৪ পূর্বাহ্ণ

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রামের (ইউসিটিসি) উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ। গত ২৩ এপ্রিল উপমন্ত্রীর চট্টগ্রামস্থ নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে শিক্ষা উপমন্ত্রী ইউসিটিসির সার্বিক শিক্ষা কার্যক্রম ও গবেষণার অগ্রগতি বিষয়ে জানতে চান। উপ-উপাচার্য শিক্ষা উপমন্ত্রীকে ইউসিটিসির শিক্ষা কার্যক্রম ও গবেষণা বিষয়ে অবহিত করেন। এছাড়া তিনি বর্তমান অতিমারিতে শিক্ষা কার্যক্রমকে চালিয়ে নিতে ইউসিটিসি কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা জানান। ইউসিটিসির সামগ্রিক কর্মকাণ্ডে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সন্তোষ প্রকাশ করেন এবং কিছু দিক নির্দেশনা দেন। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যথাযথভাবে পরিচালনায় তিনি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধশেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৯ তম মৃত্যুবার্ষিকী আজ