শিক্ষা উপমন্ত্রীর শোক

| মঙ্গলবার , ১ মার্চ, ২০২২ at ৬:০৫ পূর্বাহ্ণ

প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যান মো. নাসির উদ্দিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। শোকবার্তায় নওফেল বলেন, বাংলাদেশের পোশাক রফতানি খাতের উন্নয়ন ও প্রসারে মো. নাসির উদ্দিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি অনেক মানুষের কর্মসংস্থান ব্যবস্থা করেছেন। তাঁর মত একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর ইন্তেকালে বাংলাদেশের পোশাক রফতানি খাতের অপূরণীয় ক্ষতি হয়েছে। শিক্ষা উপমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রভাব পড়তে পারে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে
পরবর্তী নিবন্ধজয়নাব ট্রেডিংয়ের এমডি কারাগারে