চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আনোয়ার পাশা বলেছেন, শিক্ষাক্ষেত্রে মান সম্মত শিক্ষার পরিবেশ বজায় রাখতে শিক্ষকদের মধ্যে সমন্বয় থাকতে হবে। শিক্ষায় নানা স্তরে গুণগতমান ও পরিবেশ নিশ্চিত করার মাধ্যমেই সার্থকতা গড়ে উঠবে। এছাড়া কারিগরি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থ্ার মধ্যে সত্যিকার গুণগত মান নিশ্চিত করা গেলেই শিক্ষায় সুফল আসার সম্ভাবনা তৈরি হতে পারে।
তিনি গতকাল মঙ্গলবার নগরীর থিয়েটার ইনস্টিটিউটস্থ গ্যালারি হলে জেএসইউএস ও গণসাক্ষরতা অভিযানের যৌথ উদ্যোগে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ অভিমত ব্যক্ত করেন। ‘ন্যায্যতা ভিত্তিক বিনিয়োগ ঃ শিক্ষায় অর্থায়নে ঔপনিবেশিকতার অবসান ’ এ প্রতিপাদ্য বিষয়ে জেএসইউএস পরিচালক কবি সাঈদুল আরেফীনের সঞ্চালনায় ও জেএসইউএস নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. গাজী গোলাম মওলা, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক মো. সৈয়দ মোক্তার হোসেন, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক শামসুদ্দিন শিশির, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, অঞ্চল চৌধুরী, অধ্যক্ষ ড. মুহাম্মদ কামাল উদ্দীন।বক্তব্য রাখেন নেছার আহমেদ খান, মোহাম্মদ আলী শিকদার, নজরুল ইসলাম মান্না, মো. পারভেজ, এম মাকসুদুল ইসলাম, হাজী জাকরিয়া, রিংকু ভট্টাচার্য, নোমান উল্লাহ বাহার প্রমুখ। মূল প্রবন্ধ পাঠ করেন মো. আরিফুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।












