শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে শিক্ষায় অনেক দূর এগিয়েছে দেশ। দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম জনগোষ্ঠী গঠনে কাজের সঙ্গে সম্পৃক্ত দক্ষতা নির্ভর শিক্ষা বিস্তারে সরকার কাজ করে যাচ্ছে।
গতকাল মঙ্গলবার দুপুরে বাকলিয়া বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয়ের পুনর্নির্মাণ ভবনের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শিক্ষা উপমন্ত্রী বলেন, বঙ্গমাতার নামে স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে তাঁকে সম্মান জানানো হয়েছে। আজকে শিশুদের বঙ্গবন্ধু ও বঙ্গমাতাকে জানতে হবে। বঙ্গবন্ধু না হলে বাংলাদেশে জন্ম হত না। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা বঙ্গবন্ধুকে আজীবন সাহস যুগিয়েছেন।
বাস্তুহারা বহুমুখী সমবায় সমিতির সভাপতি উত্তম কুমার সুশীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক, বকশিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বাকলিয়া থানার ওসি মোহাম্মদ আব্দুর রহিম, বকশিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক ফয়েজ উল্লাহ চৌধুরী বাহাদুর, প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল হক, মো. সালাউদ্দিন, কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান মফিজ প্রমুখ।
অনুষ্ঠানে উপমন্ত্রী, বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয়ের মাসিক বেতনবাবদ প্রতিমাসে তাঁর ব্যক্তিগত তরফ থেকে ৩০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন। পরে ফিতা কেটে স্কুল ভবনের উদ্বোধন করেন। স্বপন কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, লায়ন দিলীপ কুমার শীল, রফিকুল আলম, তাপস কান্তি দাস, রফিকুল আলম রবু, শওকত ইসলাম সজল, অরুন দাস, মো. ফারুক, মোহাম্মদ আরমান, সোহেল কুটুম, শাহাবুদ্দিন, ইদ্রিস, কাজল আচার্য্য, মো. রমিজ আহম্মদ, রবিউল, সুমন ধর, রনি দাস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।