শিক্ষার হার বাড়লেও, বাড়েনি শিক্ষার মান : মেয়র শাহাদাত

| বৃহস্পতিবার , ২১ নভেম্বর, ২০২৪ at ১১:০১ পূর্বাহ্ণ

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, গত এক দশকে দেশে শিক্ষার হার বাড়লেও, শিক্ষার মান বাড়েনি। তিনি গতকাল বুধবার পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। তিনি বলেন,রাষ্ট্রের সর্বত্র নৈতিকতার অবক্ষয় দেখা গিয়েছে, সৃষ্টি হয়েছে কিশোর গ্যাং এর মতো নিকৃষ্ট কালচার, মাদকের পথে হেটে নষ্ট হয়েছে আগামীর প্রজন্ম। এজন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, জোর দিতে হবে নৈতিক শিক্ষায়। তিনি বলেন,বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আজকে একটি নতুন বাংলাদেশের অভ্যুদয় হয়েছে। আমরা চাই এজন্য সব জায়গায় একটি সাম্যতা থাকুক। শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষাই হচ্ছে জাতির মেরুদন্ড। শিক্ষাকে বাদ দিয়ে কোন কিছুই হতে পারে না। শিক্ষা ব্যবস্থা যদি ভেঙ্গে যায় তখন এই জাতি আর দাঁড়াতে পারেনা। ডা. শাহাদাত বলেন, আমি আজকে এখানে বিদ্যালয়ের অনেক সমস্যার কথা শুনেছি। এখানে একটি জায়গা আছে। সেখানে অলরেডি একটা পাইলিং করা হয়েছে নতুন বিল্ডিংয়ের জন্য। আমি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এর সাথে কথা বলবো যাতে ভবনের কাজটি পুনরায় চালু করা হয় এবং অনতিবিলম্বে একটি নতুন বিল্ডিং এখানে গড়ে ওঠে।এ ব্যাপারে আমি অবশ্যই সার্বিক সহযোগিতা করব। এতে উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার, বিদ্যালয়ের অধ্যক্ষ জিন্নাত পারভীন, আবদুল্লাহ আল সগির, আলী ইউছুফ, আলহাজ মহিউদ্দিন, মো. আলমগীর, মো. জাহাঙ্গীর, মারুফুল হক চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজীবিকার তাগিদে নয়, চাষীরা রাষ্ট্রের খাদ্য চাহিদা মেটাতে চাষাবাদ করে
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড শঙ্কর মঠের অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা কর্মসূচি