শিক্ষার সাথে সংস্কৃতির চর্চা মানুষকে উদার ও সৃজনশীল করে : ড. অনুপম

| মঙ্গলবার , ১৩ ডিসেম্বর, ২০২২ at ১১:১৪ পূর্বাহ্ণ

প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১যুগ পূর্তি উপলক্ষে প্রকাশিত ‘আলোর সন্ধানে’ স্মরণিকার মোড়ক উন্মোচন গত শুক্রবার বীরকন্যা প্রীতিলতা সাংস্কৃতিক কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন।

তিনি বলেন, শিক্ষার সাথে সংস্কৃতির চর্চার মানুষকে উদার করে। মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে। তাই শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের চর্চা ছড়িয়ে দিতে হবে। মেধাবী ও মুক্তিযুদ্ধের চেতনায় অসামপ্রদায়িক প্রজন্ম তৈরি করতে হলে সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার এখন সময়ের দাবি। সাংস্কৃতিক সংগঠনের প্রকাশনাও গঠনমূলক সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতিচ্ছবি।

প্রত্যয়ের মত সংগঠন গুলো সমাজে আলো ছড়াবে, দেশ ও সমাজ বিনির্মানে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি বলেন, প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি গত ১যুগ ধরে শিক্ষা ও সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ে কাজ যাচ্ছে।

আবৃত্তি, বিতর্ক, সংগীত, ছবি আঁকার মত বিষয়গুলো মানুষের মনোজগতকে সমৃদ্ধ করে। প্রত্যয়ের সব কাজ নান্দনিক ও সৃজনশীল। যার মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে, সেই সাথে সংস্কৃতি চর্চার মাধ্যমে মেধাবী প্রজন্ম তৈরি হচ্ছে।

১যুগ পূর্তি উপলক্ষে প্রকাশিত স্মরণিকায় প্রত্যয়ের সাফল্যের ১যুগের ইতিহাস তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত রনবীর ঘোষ টুটুন, পংকজ চক্রবর্তী, প্রবোধ রায় চন্দন, বিশ্বজিৎ দাশ, অরুণ কান্তি নাথ, মোহাম্মদ সোহেল, সুকান্ত দাশ, শিবু মল্লিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজয় র‌্যালির প্রস্তুতিসভা
পরবর্তী নিবন্ধপ্রয়াসের ১৪তম বর্ষপূর্তি উদযাপন