শিক্ষার সঙ্গে নৈতিকতার সংযোগ ঘটিয়ে মনুষ্যত্ববোধ জাগ্রত করতে হবে

আ’লা হযরত স্মৃতি বৃত্তি শীর্ষক সেমিনারে বক্তারা

| বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ at ৫:৫৩ পূর্বাহ্ণ

কর্ণফুলী রজভীয়া আজিজিয়া তৌছিফিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের আয়োজনে আ’লা হযরত স্মৃতি বৃত্তি শীর্ষক সেমিনার গত সোমবার চট্টগ্রাম প্রেসক্লাব এস রহমান হলে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সভাপতি মুফতি আবু ছাদেক রিজভির সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন আল্লামা শাহ নূর মোহাম্মদ আলকাদেরী। উদ্বোধক ছিলেন রোটারিয়ান এস এম আজিজ। প্রধান বক্তা ছিলেন জি.এম মুহাম্মদ কবির। বক্তারা বলেন, শিক্ষার সঙ্গে নৈতিকতার যোগসূত্র ঘটাতে হবে। আজ শিক্ষিতের সংখ্যা বাড়লেও শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও মনুষ্যত্ববোধ জাগ্রত করা যাচ্ছে না। আমরা ক্রমেই মনুষ্যত্ববোধ হারাচ্ছি। আজ সন্তানের হাতে জন্মদাতা পিতামাতারাও খুনের শিকার হচ্ছে। প্রকৃত সুশিক্ষা নিশ্চিত করে শিক্ষার সঙ্গে নৈতিকার সংযোগ ঘটিয়ে মনুষ্যত্ববোধ জাগ্রত করতে হবে। বক্তারা বলেন, ইমাম আ’লা হযরত আহমদ রেজা খান (রহ) এক বহুমাত্রিক প্রতিভার নাম। তিনি জ্ঞান বিজ্ঞানের চলন্ত বিশ্বকোষ। আ’লা হযরতের রচনা সমগ্র এবং ঈমান আকিদা ভিত্তিক গ্রন্থগুলো শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা গেলে আদর্শ প্রজন্ম গড়ে উঠতে পারে। প্রধান অতিথি বলেন, ইমাম আলা হযরত একজন যুগশ্রেষ্ঠ মনীষী। তাঁর বহুমুখী লেখনীকে তুলে ধরে বর্তমান প্রজন্মকে জ্ঞানে গুণে আদর্শে উজ্জীবিত করতে হবে। সভাপতির বক্তব্যে মুফতি আবু ছাদেক রিজভি বলেন, বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান প্রজ্ঞা বিকশিত হয়। এই আ’লা হযরত স্মৃতি বৃত্তি পরীক্ষার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের জ্ঞান ও সুপ্ত প্রতিভা বিকশিত করতে চাই। বৃত্তি পরীক্ষার সচিব মোহাম্মদ গোলাম মোস্তফার সঞ্চালনায় সেমিনারে আলোচক ছিলেন অধ্যক্ষ আল্লামা হাসান রিজভী, এ কিউ এম মুসলেহ উদ্দিন, মোহাম্মদ শাহেদ নূর, নূর উল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ ইউনুছ অহিদী, নুুরুল আবসার আজাদ, মনির আহমদ সওদাগর, সেলিম রেজা, হাফেজ মাওলানা আবুল বশর। এতে আ’লা হযরত স্মৃতি বৃত্তি শীর্ষক সেমিনার গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। উল্লেখ্য,প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণির স্কুলমাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী ২৭ ডিসেম্বর আ’লা হযরত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটিতে ‘শিক্ষা খাতে মেধাস্বত্ব সুরক্ষা’ বিষয়ক কর্মশালা
পরবর্তী নিবন্ধশাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের সভা