বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাকবিশিস চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ নুরুল আফসারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ভবরঞ্জন বণিকের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, অধ্যক্ষ মুহাম্মদ জাহাঙ্গীর, অধ্যাপক উত্তম চৌধুরী, অধ্যাপক অশোক সাহা, অধ্যাপক তড়িৎ ভট্টাচার্য, উপাধ্যক্ষ বশির উদ্দিন কনক, অধ্যাপক পুলক রায়, অধ্যাপক অজিত দাশ, উপাধ্যক্ষ দেবপ্রিয় বড়ুয়া অয়ন, অধ্যাপক সাইফুদ্দিন মো. মোরশেদ, অধ্যাপক অসীম চক্রবর্তী, অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ। সভায় বক্তারা শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, করোনাকালে শিক্ষার সংকট উত্তরণে বিশেষজ্ঞদের নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরূপ পরামর্শক কমিটি গঠন, স্বাস্থ্যবিধি মেনে স্থগিত পরীক্ষাসমূহ গ্রহণের ব্যবস্থাকরণ ও উচ্চশিক্ষায় ভর্তি কার্যক্রম চালুকরণ, এমপিওভুক্ত শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসবভাতা ও ঘরভাড়া প্রদানের জন্য বাজেটে বরাদ্দ রাখা, নন এমপিও শিক্ষকদের প্রতিমাসে প্রণোদনা প্রদান, বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তকরণ এবং সদ্যঘোষিত জনবল কাঠামো অনুযায়ী সহকারি অধ্যাপক পদে নিঃশর্ত পদোন্নতি, উচ্চ মাধ্যমিক স্কুল ও কলেজে সিনিয়র প্রভাষকের পদ বাতিল করে পূর্বের ন্যায় সহকারি অধ্যাপকের পদ বহাল রাখা এবং নির্দিষ্ট অভিজ্ঞতার ভিত্তিতে প্রভাষকদেরও অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদে আবেদনের সুযোগ দানের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।