শিক্ষার মান ফিরিয়ে আনতে মীরসরাইয়ে শিক্ষক সমাবেশ

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ৯ নভেম্বর, ২০২৪ at ১:০৫ অপরাহ্ণ

মীরসরাইয়ে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) সকাল ১০ টায় মীরসরাই ডিগ্রী কলেজ হল রুমে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মীরসরাই উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ শিহাব উদ্দিনের সভাপতিত্বে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের প্রভাষক ফেরদৌস হোসেন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ নুর নবী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা মাধ্যমিক শিক্ষক পরিষদ সভাপতি মিজানুর রহমান, চট্টগ্রাম কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদ সভাপতি খায়রুদ্দিন সোহেল, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা যুগ্ম সেক্রেটারী জাকারিয়া সিরাজ, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মীরসরাই উপজেলা প্রধান উপদেষ্টা মাওলানা নুরুল কবির, মীরসরাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ অধ্যাপক নুরুল আফছারসহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ নুর নবী বলেন, ১৬ বছরের স্বৈরশাসন এদেশের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে। পড়া লিখা থাক আর না থাক আওয়ামীলীগের স্লোগান দিতে পারলেই মহান পেশা শিক্ষা কথায় নিয়োগ দেয়া হয়েছে। রাজনীতি করনের মধ্যদিয়ে শিক্ষা ব্যবস্থাকে এমন ধ্বংস করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার পরিবর্তে আলু ভর্তা আর ডিম ভাজি শিক্ষা চালু করা হয়েছে। ৫ বছরের শিশু শিক্ষার্থী শিক্ষকের লালসার শিকার হয়েছে। যৌন শিক্ষার নামে শ্রেনী কক্ষ গুলোকে যৌন উত্তেজক কক্ষ বানানো হয়েছে। আমরা এমন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাই।

পূর্ববর্তী নিবন্ধদক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে বিআইএম ক্যাম্পাসে মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধঢাকায় হঠাৎ মাঠে নামার ডাক আ.লীগের, মোকাবিলার ঘোষণা অন্তর্বর্তী সরকারের