শিক্ষার মানোন্নয়নে সুস্থতা অপরিহার্য : ভিসি

আইআইইউসির নবনির্মিত মেডিকেল সেন্টারের উদ্বোধন

| বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ at ৫:৫৫ পূর্বাহ্ণ

আইআইইউসির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, একটি বিশ্ববিদ্যালয়ের কার্যকর শিক্ষাপরিবেশ নিশ্চিত করতে শারীরিক ও মানসিক সুস্থতা অপরিহার্য। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাকর্মচারীদের সঠিক ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা দিতে বিশ্ববিদ্যালয়ের অত্যাধুনিক মেডিকেল সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আধুনিক চিকিৎসা সুবিধা ও জরুরি সেবার পাশাপাশি এখানে নিত্যপ্রয়োজনীয় ওষুধ, প্রাথমিক চিকিৎসা, পরামর্শ এবং রেফারেল সেবা নিশ্চিত করা হবে। তিনি গতকাল বুধবার আইআইইউসির নবনির্মিত মেডিকেল সেন্টারের উদ্বোধনী উপলক্ষে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এর আগে সেন্টারটির উদ্বোধন করেন সৌদি আরবের মুহসিন সিরাজ আজজাহরানী এবং তার সফরসঙ্গী আবদুর রহিম। উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসান উল্লাহ এবং শরিয়া অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ রশিদ জাহিদ প্রমুখ। ড. মোহাম্মদ আলী আজাদী আরো বলেন, আমাদের এই প্রচেষ্টা একটি সামগ্রিক ও টেকসই উন্নয়নের অংশ। কারণ ভালো স্বাস্থ্য ছাড়া শিক্ষার মান উন্নয়ন অসম্ভব। এই আধুনিক মেডিকেল সেন্টার শিক্ষাপ্রতিষ্ঠানের সদস্যদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হবে এবং তাদের শারীরিক ও মানসিক সুস্থতা রক্ষায় ব্যাপক ভূমিকা রাখবে। এভাবেই আইআইইউসির শিক্ষার্থীদের জন্য প্রতিদিনের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে, যা তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে। মেডিকেল সেন্টারটি মুহসিন সিরাজ আজজাহরানীর আন্তরিক পৃষ্ঠপোষকতায় বাস্তবায়িত হওয়ায় ভাইস চ্যান্সেলর তাঁকে ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রফেসর ড. এম জুবায়দুর রহমান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত
পরবর্তী নিবন্ধমহেশখালীতে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার