জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার ছাত্রীদের উপবৃত্তিসহ শিক্ষার মানোন্নয়নে প্রশংসা কুড়িয়েছে। সরকার এ দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। তিনি গত রোববার পটিয়ার ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। গভর্নিং বডির সভাপতি অসিত বড়ুয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত মজুমদার, হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সবুজ, অধ্যক্ষ ইসমাইল হোসেন, সাইফুল ইসলাম চৌধুরী, শফিকুল মন্নান চৌধুরী, ফাহমিদা আকতার লিপিকা, অধ্যাপক অভিজিত বড়ুয়া মানু, মইনুল হোসেন খাঁন পাপ্পু, জাহাঙ্গীর আলম, মো. শওকত, ইউপি সদস্য মোহাম্মদ হাসান, নজরুল ইসলাম সোহেল প্রমুখ।