শিক্ষার প্রসার ও ক্ষমতায়নের মাধ্যমে নারী-পুরুষ সমতা প্রতিষ্ঠা করতে হবে

ইনার হুইল ক্লাবস অব চট্টগ্রামের অনুষ্ঠান

| রবিবার , ৮ ডিসেম্বর, ২০২৪ at ৭:৪১ পূর্বাহ্ণ

নারীদের প্রতি শারিরীক, মানসিকসহ সকল ধরনের নিপীড়ন বন্ধ করতে হবে। সহিংসতা প্রতিরোধে ন্যায়বিচার নিশ্চিত করে আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে সহিংসতা শুন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব। বিশেষত মানসম্মত শিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে একটি বহুল প্রত্যাশিত নিরাপদ ও বৈষম্যমুক্ত সাম্যভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। ইনার হুইল ক্লাবস অব চট্টগ্রামের উদ্যোগে জেন্ডার বেইজড সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনব্যাপী অ্যাক্টিভিজম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইডব্লিউডি ৩৪৫ এর ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ফারাহনাজ কাইয়ুম উপরোক্ত বক্তব্য রাখেন। খালেদা আউয়ালের সঞ্চালনায় লিটল জুয়েলস স্কুলে অনুষ্ঠিত কার্যক্রমে বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ দিলরুবা আহমেদ, নারীনেত্রী জেসমিন সুলতানা পারু, সাংবাদিক ডেইজী মউদুদ, নোমান উল্লাহ বাহার, লায়ন রেবেকা নাসরিন, অ্যাডভোকেট আসাদুজ্জামান খান প্রমুখ। উল্লেখ্য, কমলা রঙের পোশাকে সুসজ্জিত হয়ে নারীর প্রতি সহিংসতা বন্ধের বার্তা সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করে সহিংসতা প্রতিরোধে সচেতনতা ক্যাম্পেইন, মানববন্ধন, আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন বাস্তবায়ন জরুরি
পরবর্তী নিবন্ধশিক্ষায় সকল শিশুর সম সুযোগ ও অনুকূল পরিবেশ তৈরি করতে হবে