শিক্ষার প্রতি তরুণ সমাজকে অনুপ্রাণিত করতে বেসরকারি পর্যায়ে এমন উদ্যোগ প্রশংসনীয়

চন্দনাইশে মেধাবৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নজরুল ইসলাম

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ২৩ জুন, ২০২৪ at ৭:১৪ পূর্বাহ্ণ

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, সরকার ২০৩০ সালের মধ্যে শিক্ষার হার শতভাগ করার যে পরিকল্পনা নিয়েছে তা বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে উদ্যোগ প্রয়োজন। একসময় জনসংখ্যা ছিল কম, সম্পদ ছিল বেশি। তাই সামর্থবান মানুষ একাই স্কুল, কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠা করে শিক্ষার প্রসার এবং উন্নয়নে ব্যাপক অবদান রেখেছিল। এখন সেই সুযোগ কমে গেছে। এ পর্যায়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে হলে প্রয়োজন সাংগঠনিক উদ্যোগ। তিনি গত শুক্রবার বিকেলে চন্দনাইশের পশ্চিম এলাহাবাদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

পশ্চিম এলাহাবাদ ফাউন্ডেশনের আহবায়ক মো. আবু বক্করের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট আইনজীবী এড. রফিক আহমদ। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিক লায়ন মো. নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন মেধাবৃত্তি পরীক্ষার আহবায়ক শিক্ষাবিদ ও সাংবাদিক অধ্যক্ষ আবু তালেব বেলাল। ফাউন্ডেশনের সদস্য সচিব মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের উপদেষ্টা এড. আবু ছালেক, শিক্ষা উপকমিটির সিনিয়র সদস্য অধ্যাপক রেজাউল করিম, মোহাম্মদ শাহজাহান, আলী আজগর, আজীবন সদস্য সাবের আহমদ, পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ওলিউল্লাহ, হাজী নুরুল আলম, শিক্ষা উপকমিটির সদস্য সচিব মাওলানা আজিজুর রহমান, ইফতেখার রুবেল, অভিভাবক মাকসুদুল ইসলাম প্রমুখ। সর্বশেষ মেধা যাচাই প্রতিযোগিতা পরীক্ষার মাধ্যমে দেড় শতাধিক শিক্ষার্থীর মধ্য থেকে ২০ জনকে মেধাবৃত্তি পুরস্কার দেয়া হয়। প্রতিজন শিক্ষার্থীকে এককালিন ৪ হাজার ও সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা বৃত্তি দেয়া হয়। এ এলাকার ৬টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজন
পরবর্তী নিবন্ধআউটার রিং রোড পরিদর্শনে সিডিএর চেয়ারম্যান ইউনুছ