শিক্ষার পাশাপাশি ক্রীড়া সংস্কৃতিতেও আমাদের এগিয়ে থাকতে হবে

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফজলে করিম

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ মার্চ, ২০২২ at ৯:১৪ পূর্বাহ্ণ

রাউজান ইমাম গাজ্জালী কলেজের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, শিক্ষার পাশাপাশি ক্রীড়া সংস্কৃতিতেও আমাদের ছেলে মেয়েদের এগিয়ে থাকতে হবে। প্রতিযোগিতায় অংশ নিয়ে শ্রেষ্ঠত্বের পরিচয় দিতে হবে। গতকাল বুধবার কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল জব্বার চৌধুরী।
কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জি এম হাছানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, বাগোয়ান ইউপি চেয়ারম্যান ভুপেষ বড়ুয়া, পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন, কদলপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দীন, আহমেদ চৌধুরী, চন্দ্রঘোনার কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিস আজগর, কলেজ পরিচালনা কমিটির সদস্য দোস্ত মোহাম্মদ খান। বক্তব্য রাখেন নুরুন নবী, জাহেদুল আলম, মো. সালাউদ্দিন। উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক সরোয়ার কামাল চৌধুরী, অধ্যাপক তৌহিদুল আনোয়ার, অধ্যাপক হাসান মো.ইকবাল, ওয়াহিদ মামুন প্রমুখ। সভায় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅস্ত্রের মুখে বাড়ি থেকে যুবককে অপহরণ!
পরবর্তী নিবন্ধগুরুতর অসুস্থ আনোয়ারা, চোখেও দেখছেন না