বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের ২০২৩–২৪ অর্থবছরের এপিএ কার্যক্রম পরিবীক্ষণ ও প্রমাণক ব্যবস্থাপনা এবং ২০২৪–২৫ অর্থবছরের খসড়া কর্মপরিকল্পনা, পর্যালোচনা ও ফিডব্যাক প্রদান কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দ্বায়িত্ব) ও সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আবু তাহের। এতে চবি উপ–উপাচার্যদ্বয় ও ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউজিসির অতিরিক্ত পরিচালক ও এপিএ ফোকাল পয়েন্ট বিষ্ণু মল্লিক।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দ্বায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর কর্মশালায় উপস্থিত সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর স্বচ্ছতা, জবাবদিহিতা ও শিক্ষার গুণগত মানোন্নয়নে ইউজিসি কাজ করে যাচ্ছে। এ জন্য ইউজিসির নির্ধারিত সূচকে নিজেদের মানোন্নয়নে সচেতন থেকে ফলপ্রসু কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য প্রত্যেক বিশ্ববিদ্যালয়কে পরামর্শ দেন। তিনি পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের সাথে ইউজিসির এপিএ বা বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষার গুণগত মানোন্নয়নে আরও বেশী বাস্তবমূখী কর্মপরিকল্পনা গ্রহণ করার অনুরোধ জানান।