শিক্ষার উন্নয়নে বেসরকারি উদ্যোগও কম নয়

কর্মশালায় অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দীন

| শনিবার , ১৪ ডিসেম্বর, ২০২৪ at ৮:১৫ পূর্বাহ্ণ

শহীদ লিয়াকত স্মৃতি সংসদের প্রধান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেছেন, শিক্ষার উন্নয়নে সরকারের বিবিধ উদ্যোগ আয়োজনের পাশাপাশি বেসরকারি উদ্যোগও কিন্তু কম নয়। এক্ষেত্রে শিক্ষার্থীর মেধা ও মননের বিকাশে শহীদ লিয়াকত স্মৃতি সংসদ দীর্ঘ ২৬ বছর ধরে ধারাবাহিক মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছে। শহীদ লিয়াকত স্মৃতি সংসদের উদ্যোগে গতকাল শুক্রবার সংসদের মোমিন রোড সালমা ভবনস্থ চট্টগ্রাম কার্যালয়ে কেন্দ্র সমন্বয়কদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরিচালক কাজী মোহাম্মদ আহসানুল আলমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদীন জিহাদী। প্রধান বক্তা ছিলেন সচিব মাওলানা ওয়াহেদ মুরাদ। শহীদ লিয়াকত স্মৃতি সংসদের সচিব মোহাম্মদ মাসরুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দীন জাহেদ, মাওলানা তানভীর আজহারী, মেসবাহ উদ্দীন সৈয়দপুরী, মোহাম্মদ ফোরকান, আহসান হাবিব, মনসুর আজাদ, আকিব, ওমর ফারুক, মোহাম্মদ মহরম আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা বিরোধী যেকোনো ষড়যন্ত্র রুখে দেয়া হবে
পরবর্তী নিবন্ধসিটিজি ব্লাড ব্যাংকের এক যুগপূর্তি উদযাপন