আয়রে আয়, ছুটে আয়
বাস যে চলে যায়,
বাস ছুটেছে স্কুলেতে
তোরা সবে আয়।
স্কুলেতে পড়ব সবাই
খেলব ছুটি হলে,
নতুন নতুন নানান বিষয়
শিখব সবাই মিলে।
সবার সাথে মিলেমিশে
থাকব সবাই বেশ,
শিক্ষার আলো দিয়ে
গড়ব যে এই দেশ।
মেহুল পাল (৩২,২১৮) | বুধবার , ২৪ নভেম্বর, ২০২১ at ১০:৩৬ পূর্বাহ্ণ