শিক্ষার্থী হত্যা মামলায় ফজলে করিমকে গ্রেপ্তার দেখানোর আদেশ

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ জুলাই, ২০২৫ at ১১:০৪ পূর্বাহ্ণ

আওয়ামী সরকার পতনের দিন নগরীর লালদীঘি এলাকায় গুলিবিদ্ধ হয়ে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় রাউজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ এ আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পিপি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দিয়েছেন। আদালতসূত্র জানায়, আওয়ামী সরকার পতনের দিন তথা গত বছরের ৫ আগস্ট নগরীর লালদীঘির পাড় এলাকায় ২১ বছর বয়সী শিক্ষার্থী নিজাম উদ্দিন গুলিবিদ্ধ হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর বাবা সাহাব উদ্দিন বাদী হয়ে নগরীর কোতোয়ালী থানায় ৩৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

প্রসঙ্গত, গত বছরের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। এরপর থেকে তিনি কারাগারে বন্দী আছেন।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান দিদার গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে সড়কের পরিমাণ কম, বড় অংশ দখলে