শিক্ষার্থীর আইডি কার্ডে পূর্ণাঙ্গ তথ্য থাকা জরুরি

| বুধবার , ৩০ জুলাই, ২০২৫ at ৫:২৭ পূর্বাহ্ণ

বর্তমান সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সঠিক পরিচয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। সম্প্রতি রাজধানীর মালিবাগ এলাকায় একটি কলেজে বহিরাগত এক যুবক ভুয়া পরিচয়ে প্রবেশ করে মারামারির ঘটনা ঘটায়। শিক্ষার্থীদের মধ্যে আইডি কার্ড না থাকার কারণে কে প্রকৃত শিক্ষার্থী আর কে নয় তা শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। আবার মাইলস্টোন স্কুলের অনেক শিক্ষার্থীর আইডি কার্ড থাকলেও সম্পূর্ণ তথ্য ছিলো না। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে শিক্ষার্থীদের আইডি কার্ডে পূর্ণাঙ্গ তথ্য থাকা সময়ের দাবি।

একটি আইডি কার্ডে শিক্ষার্থীর পূর্ণ নাম, রোল নম্বর, শ্রেণি, বিভাগ, জন্মতারিখ ও রক্তের গ্রুপ অবশ্যই থাকতে হবে। রক্তের গ্রুপ জানা থাকলে জরুরি চিকিৎসার সময় জীবন বাঁচানো সম্ভব হয়। পাশাপাশি অভিভাবকের নাম ও মোবাইল নম্বর থাকা অত্যন্ত প্রয়োজনীয়, যাতে বিপদের সময় দ্রুত যোগাযোগ করা যায়। শিক্ষার্থীর স্থায়ী ও বর্তমান ঠিকানা, ধর্ম ও জাতীয়তা উল্লেখ থাকলে প্রশাসনিক কাজ সহজ হয়। প্রতিষ্ঠানভিত্তিক আইডি নম্বর, ছবি, আইডি ইস্যুর তারিখ এবং মেয়াদোত্তীর্ণের সময়ও থাকা উচিত, যা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের জন্য সহায়ক। দুঃখজনক হলেও সত্য, অনেক প্রতিষ্ঠানে এখনো নামমাত্র আইডি কার্ড দেওয়া হয়, যেখানে প্রয়োজনীয় তথ্য থাকে না। ফলে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যায়। তাই সময়োপযোগী পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্‌বান জানাই।

তারেক আল মুনতাছির

শিক্ষার্থী, বাংলা বিভাগ

কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার।

পূর্ববর্তী নিবন্ধবিভূতিভূষণ মুখোপাধ্যায় : কথাসাহিত্যিক
পরবর্তী নিবন্ধআঁকতে বসে