লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান বলেছেন, শিক্ষার্থীরা পড়াশোনায় মনযোগী হলে পরীক্ষা কোন বাধা হয়ে দাঁড়াতে পারেনা বরং পরূক্ষা দৈনন্দিন লেখাপড়ার মতই মনে হবে।
শিক্ষার মানোন্নয়নে সরকার নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে, শিক্ষার্থীদের সরকারের এসব উদ্যোগের সুবিধা নিয়ে পড়াশোনা করে প্রকৃত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলে দেশের জন্য কাজ করতে হবে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) উপজেলার মোস্তফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজ এর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনাও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মোস্তফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক মোহাম্মদ হাসান এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শাহাব উদ্দীন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রফিক দিদার, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর, ব্যাংকার জহির উদ্দিন, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ নাছির প্রমুখ।