সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) ৯৬ তম খোশরোজ শরীফ উপলক্ষে ফটিকছড়িতে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে কৃষকদের মাঝে বীজ এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদে এসব কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী। এরপর হাইদ চকিয়া সূর্যগিরি আশ্রম শাখায় আলোচনা সভা, শিক্ষা বৃত্তি ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। টিটু চৌধুরীর সভাপতিত্বে ও বিপ্লব চৌধুরী কাঞ্চন এবং ধীমান দাশের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। উদ্বোধক ছিলেন মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম ফোরকানী। বিশেষ অতিথি ছিলেন মাস্টার কবির আহম্মদ, মনির উদ্দিন খোরশেদ, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ নাজমুল হুদা। এতে বক্তারা বলেন, মাইজভাণ্ডার দরবার শরীফ অসামপ্রদায়িক মিলনক্ষেত্র। যেখানে সকল ধর্মের মানুষ একসাথে মিলিত হয় এবং সৃষ্টিকর্তার করুনালাভে প্রার্থনা করেন। এতে উপস্থিত ছিলেন তরুন কুমার আচার্য, নারায়ণ আচার্য, কলিন্স দাশ, রুবেল শীল, কৃষ্ণ বৈদ্য, সমীর কান্তি দাশ, প্রিন্স দাশ, অভিবসু মল্লিক, শিপ্রাবসু মল্লিক, লুনা বিশ্বাস, জয়া গুহ, উজ্জ্বল শীল, মানিক বড়ুয়া, আবু বড়ুয়া, সোমা চৌধুরী, শিবু ভট্টাচার্য, অমর শর্মা, তপন দাশ, ঝুমুর সর্দার , মৃদুল দে, রণধীর শীল, রূপনা রানী আচার্য, অর্চ্চনা রাণী আচার্য, ঝুন্টু শীল, নিলু দাশ, উত্তম দাশ, সোনারাম আচার্য, সুপ্লব দত্ত, অনিন্দিতা দাশ, নিশান সেন, সুইটি আচার্য, লালু চক্রবর্তী প্রমুখ।