শিক্ষার্থীরা দেশপ্রেমিক নাগরিক হয়ে উঠুক

দীপ্ত প্রজন্ম মেধা বৃত্তি পরীক্ষায় ইসরাফিল খসরু

| রবিবার , ২১ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৫ পূর্বাহ্ণ

দীপ্ত প্রজন্ম মেধাবৃত্তি পরীক্ষা গত ১৯ ডিসেম্বর নগরীর তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হলো, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ ও অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। এবার চট্টগ্রামের ২৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত বাংলা ও ইংরেজি ভার্সনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকালে দীপ্ত প্রজন্ম মেধাবৃত্তির তিনটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন দীপ্ত প্রজন্ম মেধাবৃত্তির প্রধান উপদেষ্টা ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য ইসরাফিল খসরু। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে। আমরা চাই, আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা বড় হয়ে দেশ প্রেমিক নাগরিক হয়ে উঠুক। তারা দেশের জন্য ভূমিকা রাখুক। দেশের জন্য তারা কিছু কাজ করে দেশকে তারা আরও সমৃদ্ধ করতে পারে। তারা নিজেদের সমৃদ্ধ করতে পারে। এটাই আমার প্রত্যাশা থাকবে। এ সময় উপস্থিত ছিলেন দীপ্ত প্রজন্মবাংলাদেশের চেয়ারম্যান এইচ এম রাশেদ খান, চট্টগ্রাম কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ তজল্লী আজাদ, মিউনিসিপ্যাল মডেল স্কুল ও কলেজের প্রধান শিক্ষক সাহেদুল ইসলাম চৌধুরী, অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব বেলাল,পরিচালক আবদুল হক,পরিচালক শফিক আহমেদসহ অন্যান্য পরিচালকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকবাজারে যুবদলের শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে কৃষক দলের প্রশিক্ষণ কর্মশালা