শিক্ষার্থীদের ১০ হাজার টাকা অনুদানের খবরটি গুজব

| মঙ্গলবার , ৯ মার্চ, ২০২১ at ৫:০৬ পূর্বাহ্ণ

সরকারের পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে বলে যে খবর সোশাল মিডিয়ায় ছড়িয়েছে, তা গুজব বলে জানিয়েছে সরকার। বিষয়টি নজরে আসার পর গতকাল সোমবার এক তথ্য বিবরণীতে বলা হয়, প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে প্রদান করা হবে বলে একটি গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে, যা বাস্তবতা বিবর্জিত। তবে অনুদানের আবেদন গ্রহণের নিয়মিত একটি প্রক্রিয়ার সময় ৮ মার্চ শেষ হওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে ১৫ মার্চ করা হয়েছে। খবর বিডিনিউজের। শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অনুদান প্রদানের সংশোধিত নীতিমালা-২০২০ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীদের অনলাইনে (www.shed.gov.bd) আবেদন আহ্বান করা হয়েছে। গতকাল আবেদন গ্রহণের শেষ দিন ছিল। কর্তৃপক্ষ আবেদনের সময় ১৫ মার্চ পর্যন্ত বৃদ্ধি করেছে। আবেদন যাচাই-বাছাই করে সীমিত সংখ্যক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুদান দেওয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ১৯ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ৬
পরবর্তী নিবন্ধঅন্তঃসত্ত্বা অবস্থায় আত্মহত্যার কথা ভাবতেন মেগান