শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর হচ্ছে চট্টগ্রামেও

কাল আনুষ্ঠানিক ঘোষণা মেট্রোপলিটন বাস মালিক সমিতির

আজাদী প্রতিবেদন | শনিবার , ৪ ডিসেম্বর, ২০২১ at ৫:৪৭ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের পর অবশেষে চট্টগ্রাম মহানগরীতেও গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর হতে যাচ্ছে। আগামীকাল ৫ ডিসেম্বর সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে কার্যকর ঘোষণা দেয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল। দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকার সাথে চট্টগ্রামেও শিক্ষার্থীরা গণপরিবহনে হাফ ভাড়ার দাবিতে আন্দোলন করে আসছিল। ঢাকা-চট্টগ্রামের মতো সারাদেশের শিক্ষার্থীরা একই দাবিতে আন্দোলন শুরু করে।
চট্টগ্রামেও গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকরের ঘোষণার বিষয়ে গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল আজাদীকে জানান, চট্টগ্রাম মহানগরীতেও গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া আমরা কার্যকর করতে যাচ্ছি। আগামী রোববার বেলা ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা ঘোষণা দেবো-কোন তারিখ থেকে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর হবে। তবে ওই সংবাদ সম্মেলনে সরকারের কাছেও আমাদের একটি দাবি আছে। আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই দাবি তুলে ধরবো। শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া শুধুমাত্র চট্টগ্রাম মহানগরী এলাকায় কার্যকর হবে বলে জানিয়েছেন বেলায়েত হোসেন বেলাল। তিনি জানান, শিক্ষার্থীদের দাবি শুধু সিটি এলাকায় অর্ধেক ভাড়া কার্যকর করা। এদিকে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া চালু হলেও বাস মালিকদের কর পূর্বের মতো নির্ধারণ করার দাবি জানিয়েছেন চট্টগ্রাম বাস মালিক সমিতির নেতৃবৃন্দ।
এ বিষয়ে বেলায়েত হোসেন বেলাল বলেন, লকডাউন চলাকালীন অনেক পরিবহন শ্রমিক ও মালিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকার তেলের দামও বাড়িয়েছে। কিন্তু বাস মালিকদের ট্যাক্স দ্বিগুণও করা হয়েছে। আমরা সংবাদ সম্মেলনে এ কর পূর্বের মতো নির্ধারণের দাবি জানাবো।
গত সপ্তাহে ঢাকায় গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নেয়ার ঘোষণা দিয়েছিলেন পরিবহন মালিক সমিতির নেতারা। তখন চট্টগ্রামসহ দেশের অন্যান্য জেলার ব্যাপারে কোনো ঘোষণা না দেয়ায় চট্টগ্রামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ-মানববন্ধন শুরু করে। পরবর্তীতে এই আন্দোলন চলতে থাকে। শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে দ্রুততম সময়ে ৯ দফা দাবি মেনে নেয়ার পাশাপাশি প্রজ্ঞাপন জারি করে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিতের দাবি জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধ ভিন্ন মাত্রা পেতে শুরু করে
পরবর্তী নিবন্ধ৭৮৬