শিক্ষার্থীদের হাত ধরেই এগিয়ে যাবে স্মার্ট বাংলাদেশ

রাউজান কলেজে ফজলে করিম

রাউজান প্রতিনিধি | শনিবার , ৫ আগস্ট, ২০২৩ at ১১:০০ পূর্বাহ্ণ

রাউজান সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গত বৃহস্পতিবার কলেজের ফজলুল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

এতে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, কলেজবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিকে জাতি চেয়ে আছে। শিক্ষা জীবন শেষে তাদের হাত ধরেই এগিয়ে যাবে স্মার্ট বাংলাদেশ।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। মেয়র বলেন, রাউজানের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার দিকে এগিয়ে দিতে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি সবরকম সহযোগিতা দিয়ে আসছেন। তার নির্দেশে পৌরসভার পক্ষ থেকে সহায়তা দেয়া হচ্ছে।

প্রধান বক্তা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে আসছেন। তার একমাত্র চাওয়া তোমাদের মাধ্যমে বিশ্বের মধ্যে স্মার্ট বাংলাদেশকে তুলে ধরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার ও সাধারণ সম্পাদক ফয়সল মাহমুদ।

পূর্ববর্তী নিবন্ধআজ বাদশাহ মিয়া চৌধুরীর ৫৬তম মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধঅপরাধমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান লায়ন ইমরানের