রাঙ্গুনিয়ার স্কুল শিক্ষার্থীদের উদ্দেশে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জীবনে বড় হতে হলে স্বপ্ন দেখতে হয়। স্বপ্নহীন মানুষ কোনোদিন লক্ষ্যে পৌঁছাতে পারে না। তবে শুধু স্বপ্ন দেখলে হবে না, সেই স্বপ্ন বাস্তবায়নে প্রাণান্তকর চেষ্টা করতে হবে। স্বপ্ন দেখার পাশাপাশি যদি তোমরা প্রচেষ্টাকে যুক্ত করতে পার, তবে তোমাদের অনেক স্বপ্ন বাস্তবে রূপ নেবে। একজন শিক্ষার্থীর স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে তাদের পিতা-মাতা তথা দেশের স্বপ্ন বাস্তবায়িত হবে। তাই আমি শিক্ষার্থীদের অনুরোধ জানাবো স্বপ্ন দেখতে। গতকাল বুধবার চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন এরশাদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গণি ওসমানী, আকতার হোসেন খান, সুমন শর্মা, ফরিদ আহমদ, আবুল কালাম আজাদ, শেখর বিশ্বাস, মো. শোয়েব, মো. হাবিব, নিখিল মহাজন, ইস্তেকাফ আলম সাদিল, মো. ফোরকান সিকদার প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল। সঞ্চালনা করেন শিক্ষক আবদুল কাদের।