শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করবে চসিক : মেয়র

| মঙ্গলবার , ২৭ জানুয়ারি, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে চালু হওয়া ‘স্কুল হেলথ কার্ড’ কার্যক্রমকে পর্যায়ক্রমে নগরীর সব শিক্ষা প্রতিষ্ঠানে সমপ্রসারণের মাধ্যমে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত না হলে টেকসই শিক্ষা ও সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব নয়।

গতকাল সোমবার টাইগারপাসস্থ কার্যালয়ে কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় মেয়র বলেন, এই হেলথ কার্ডের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, টিকাদান ও চিকিৎসা সংক্রান্ত তথ্য সংরক্ষণ করা হবে। ফলে শিশুদের স্বাস্থ্য পরিস্থিতি নিয়মিতভাবে মূল্যায়ন, আগাম রোগ শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থাপনা আরও সহজ ও কার্যকর হবে।

তিনি বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা শুধু অভিভাবকদের একক দায়িত্ব নয়; শিক্ষা প্রতিষ্ঠান ও সিটি কর্পোরেশনকেও সমানভাবে এ দায়িত্ব নিতে হবে। ‘স্কুল হেলথ কার্ড’ কার্যক্রমের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর স্বাস্থ্য সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি হবে, যা ভবিষ্যতে স্বাস্থ্যসেবা পরিকল্পনা গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে।

মেয়র জানান, শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি পুষ্টি, পরিচ্ছন্নতা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও রোগ প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধিও এই কার্যক্রমের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম তৈরি হবে, যা ভবিষ্যতে দেশের জন্য সম্পদ হিসেবে কাজ করবে।

চসিক সূত্রে জানা যায়, ‘স্কুল হেলথ কার্ড’এ শিক্ষার্থীদের নাম, বয়স, শ্রেণি, অভিভাবকের তথ্যের পাশাপাশি ওজন, উচ্চতা, দাঁত, চোখকান, ত্বক ও চুলের স্বাস্থ্য, রক্তচাপ, হিমোগ্লোবিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সূচক সংরক্ষণ করা হবে। এতে করে দীর্ঘমেয়াদে শিক্ষার্থীদের স্বাস্থ্যগত উন্নয়ন পর্যবেক্ষণ সম্ভব হবে। সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদনের পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং ভালো ফলাফল অর্জনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ উপস্থাপন করা হয়। এছাড়া শিক্ষার্থীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিদ্যালয়ে স্কুল হেলথ কর্ণার স্থাপন, বিদ্যালয়ের পুরোনো ভবন ও অবকাঠামোগত সংস্কার, সার্বিক আয়ব্যয় উপস্থাপন এবং ২০২৬ শিক্ষাবর্ষের সম্ভাব্য বিভিন্ন কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

এতে উপস্থিত ছিলেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিংকু কুমার ভৌমিক, শিক্ষক প্রতিনিধি দীপক কুমার দত্ত এবং শিক্ষক প্রতিনিধি মাহমুদুল করিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিউ ইয়র্কে বাংলাদেশি পুলিশ সংগঠনে নতুন নেতৃত্ব
পরবর্তী নিবন্ধবহুদিন পরে উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিতে পারবেন