শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জন করে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে। একটি জাতির পরিপূর্ণ বিকাশে শিক্ষা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার। সুতরাং সে শিক্ষাকে গ্রহণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। শুধু সার্টিফিকেট অর্জনের জন্য শিক্ষাগ্রহণ করলে হবে না, সুশিক্ষা অর্জন করে নিজেদের অস্তিত্ব রক্ষার আন্দোলনে সামিল হতে হবে। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে নিপীড়িত–নিযার্তিত জাতিকে শোষণ–বঞ্চনার হাত থেকে মুক্ত করতে সকল ছাত্র সমাজকে লড়াই সংগ্রামে অগ্রণি ভূমিকা পালন করতে হবে। সার্টিফিকেট অর্জনের পাশাপাশি দক্ষতাও অর্জন করতে হবে। শিক্ষা, নৈতিকতা আর দক্ষতার সমন্বয় ঘটলে এদেশের তরুণরাই সমৃদ্ধ বাংলাদেশ গঠনের অনুঘটক হবে। গত ৩১ ডিসেম্বর মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী চট্টগ্রাম দারুল মুস্তফা (দ.) দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার ১০তম সালানা জলসা এবং হেফজ সম্পন্ন ছাত্রদের দস্তারে ফযিলত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বাদ আসর হতে আজিমুশ্শান নূরানী মাহফিলে মুহাম্মদ আলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব মুহাম্মদ নঈমুল ইসলাম পুতুল। উদ্বোধক ছিলেন ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কবির আহমদ। প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় নির্বাহী চেয়ারম্যান আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মু.জি.আ)। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উরকিরচর মুহাম্মদীয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাসান রেযা (মু.জি.আ)। বিশেষ অতিথি ছিলেন আবুল হাশেম সওদাগর, রজভীয়া নূরীয়া কমিটির কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মুহাম্মদ মাছুমুর রশীদ কাদেরী, মুহাম্মদ গিয়াস উদ্দিন, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মাওলানা আবু ছালেহ মুহাম্মদ সাফওয়ান নূরী, মুহাম্মদ ইদ্রিস সওদাগর, সৈয়দ মুহাম্মদ ইসহাক, মুহাম্মদ আলী, মাওলানা মোরশেদুল আলম আলকাদেরী, মাওলানা ফোরকান নূরী, মুহাম্মদ নঈম উদ্দিন, জমির উদ্দিন জিতু, মুহাম্মদ শফিউল আলম, মুহাম্মদ শওকত, অ্যাডভোকেট সাইফুল্লাহ জামসেদ, মুহাম্মদ আজাদ, জাহেদুল হক মনি প্রমুখ।












