শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জনে অভিভাবক ও শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ

কাট্টলী বালিকা উচ্চ বিদ্যালয়ে দিদারুল আলম এমপি

| শনিবার , ৩ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৪৩ পূর্বাহ্ণ

কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি গভর্নিং বডির সভাপতি ও ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার আহম্মদ মঞ্জুর সভাপতিত্বে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দিদারুল আলম এমপি। প্রভাষক শারাবান তাহুরা ও নূরুল আফছারের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. আবুল কাসেম, বিদ্যালয় গভর্নিং বডির সদস্য আবু সুফিয়ান, শংকর কুমার দাশ রবিন, নুপুর দে, সহকারী প্রধান শিক্ষক আশীষ বরণ সরকার, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সাহেলা আবেদীন চৌধুরী রিমা, বিদায়ী শিক্ষক শিবানী দত্ত। উপস্থিত ছিলেন লোকমান আলী, ইকবাল চৌধুরী, হাবিবুর রহমান, হারুন উর রশিদ, এম.এ, সবিতা বিশ্বাস, শিবলু বিশ্বাস শিপু, জানে আলম জানি, সিনিয়র শিক্ষক মমতা রানী সাহা, মো. ইলিয়াছ, হাসান মুরাদ মাসুম, রোকন উদ্দিন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বৃক্ষরোপণ করেন প্রধান অতিথি দিদারুল আলম এমপি। প্রধান অতিথির বক্তব্যে দিদারুল আলম এমপি বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জনে অভিভাবক ও শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের আগামী দিনের ভবিষৎ আলোকিত করার লক্ষে নতুন ভবন সহ শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে আলীপুর যুব উন্নয়ন সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধবিয়ন্সে-ট্র্যাভিস স্কটের সঙ্গে নোরা