চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সাবেক শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। লোকপ্রশাসন বিভাগের উদ্যোগে ও চিটাগাং ইউনিভারসিটি পাবলিক এডমিনিস্ট্রেশন এক্স স্টুডেন্ট ফোরাম–ঢাকা এর সহায়তায় প্রফেসর ড. মো. আনিসুজ্জামান স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ আহবান জানান। গত ১২ জানুয়ারি, সমাজ বিজ্ঞান অনুষদ অডিটরিয়ামে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এবং চিটাগাং ইউনিভারসিটি পাবলিক এডমিনিস্ট্রেশন এক্স স্টুডেন্ট ফোরাম–ঢাকা এর সভাপতি জামাল উদ্দিন আহমদ। উপাচার্য বলেন, শিক্ষার্থীরা হলো বিশ্ববিদ্যালয়ের প্রাণ। শিক্ষার্থী ছাড়া বিশ্ববিদ্যালয় মরুভূমি। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা বেশিরভাগ শিক্ষার্থী খুবই নিম্ন–মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাদের একাডেমিক কার্যক্রম ও অন্যান্য সুযোগ–সুবিধা বৃদ্ধি করতে বর্তমান প্রশাসন কাজ করছে। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা–গবেষণা ও ভৌত অবকাঠামো উন্নয়নে বিশ্ববিদ্যালয় এলামনাইবৃন্দ দৃশ্যমান ভূমিকা রেখে চলছে। তাদের এ ভূমিকা বেগবান করতে এলামনাইর সহযোগিতা প্রয়োজন। উপাচার্য লোকপ্রশাসন বিভাগের উদ্যোগে ও চিটাগাং ইউনিভারসিটি পাবলিক এডমিনিস্ট্রেশন এন্ড এক্স স্টুডেন্ট’স ফোরাম, ঢাকার সহায়তায় প্রফেসর ড. মো. আনিসুজ্জামান স্মৃতি বৃত্তি প্রদান করায় সংগঠনের সকলকে অভিনন্দন জানান এবং সংগঠনের সার্বিক সফলতা কামনা করেন। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক প্রদান করেন। তিনি বলেন, চবি ক্যাম্পাসকে মাদকমুক্ত করতে ইতোমধ্যে আবাসিক শিক্ষার্থীদের ডোপটেস্ট করা হয়েছে। পর্যায়ক্রমে বিশ্বেবিদ্যালয় পরিবারের সকলকে ডোপটেস্টের আওতায় আনা হবে। উপ–উপাচার্য (প্রশাসন) বলেন, যেকোনো বিশ্ববিদ্যালয়কে র্যাংকিংয়ে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এলামনাই এবং শিক্ষার্থীদের অবদান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
লোকপ্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর মমতাজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর ড. আফরোজা বেগম, প্রফেসর হোসাইন কবির, প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ, প্রফেসর ড. সোনিয়া হক, প্রফেসর ড. কাজী এস. এম. খসরুল আলম কুদ্দুসী ও প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ। প্রভাষক নওশীন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ছিলেন মোহাম্মদ জাহেদ হাসান।উল্লেখ্য, চিটাগাং ইউনিভারসিটি পাবলিক এডমিনিস্ট্রেশন এক্স স্টুডেন্ট ফোরামের পক্ষ থেকে চবি লোকপ্রশাসন বিভাগের ২য়, ৩য় ও ৪র্থ বর্ষে অধ্যয়নরত ৫ জন করে ১৫ জন শিক্ষার্থীর পারিবারিক অসচ্ছলতা ও সর্বোচ্চ নাম্বারধারী প্রতিজনকে ১২ হাজার টাকা করে বৃত্তির চেক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।