শিক্ষার্থীদের সংস্কৃতি মনস্ক করে গড়ে তুলতে হবে

বিবেকানন্দ বিদ্যানিকেতনের অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাই কমিশনার

| শুক্রবার , ২৫ মার্চ, ২০২২ at ৮:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল বৃহষ্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত বিবেকানন্দ বিদ্যানিকেতন ও সঙ্গীত নিকেতনের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন। এ সময় তিনি বলেন, রামকৃষ্ণ-বিবেকানন্দ ট্রাস্ট পরিচালিত বিবেকানন্দ বিদ্যানিকেতন ও সঙ্গীত নিকেতন অত্রাঞ্চলে শিক্ষা বিস্তারে ও সংস্কৃতি প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শিশু শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি শিশুর দৈহিক গঠন, মানসিক বিকাশ সাধনে ভূমিকা রাখতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করা ছাড়াও সংস্কৃতি মনস্ক করে গড়ে তুলতে হবে। তবেই সুস্থ সমাজ গড়ে উঠেবে। রামকৃষ্ণ বিবেকানন্দ ট্রাস্টের সভাপতি দুলাল কান্তি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দ। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন প্রফেসর রীতা দত্ত, দিলীপ কুমার মজুমদার, মাহফুজুল হক শাহ্‌, রত্না দত্ত, তাপস হোড়, অধ্যাপক নারায়ণ চৌধুরী ও মানু মজুমদার। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সর্বশেষে বিবেকানন্দ বিদ্যানিকেতন ও সঙ্গীত নিকেতনের শিক্ষকদের পরিচালনায় ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় আবৃত্তি, সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতালে বিশ্ব এপিলেপ্সি সচেতনতা দিবস উদযাপন
পরবর্তী নিবন্ধচবি বিএনসিসি এলামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী