‘শেষ থেকে শুরু’ সংগঠনের উদ্যোগে সোমবার নগরীর খুলশীস্থ হোপ স্কুলে শিশুদের শিক্ষা সামগ্রী উপহার বিতরণ করা হয়। এ সময় প্রায় শতাধিক শিশুদের মাঝে এই উপহার বিতরণ করেন উক্ত সংগঠনের সকল সদস্যরা। এ সময় উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক রাকিব হাসান অনিক বলেন, আমরা কোন শিশুকে আলাদা করে দেখতে চাই না। আমরা মনে করি পথশিশু বলতে কিছু নেই, সকলেই শিশু। এই পরিপ্রেক্ষিতে ‘সকলেই শিশু’ প্রকল্প–১ এর মাধ্যমে শেষ থেকে শুরু সংগঠনের যাত্রা শুরু করেছি। এ সময় উপস্থিত ছিলেন হাসান রিফাত, ফয়সাল উদ্দিন জয়, আতিকুল হাসান রাহুল, হোপ ফাউন্ডেশন এর এক্সিকিউটিভ নাজমুল ইসলাম, এ এম আসিব, হোপ স্কুলের চীফ অফিসার পুস্পিতা চৌধুরী, মেম্বার নুর মোহাম্মদ, ফজলে রাব্বি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, একটা জাতি যদি শিক্ষিত না হয় তবে সে জাতি কখনও সামনের দিকে এগিয়ে যেতে পারে না। আর শিক্ষার্থীদের শুধু লেখাপড়া শিখলে হবে না, লেখাপড়ার সাথে সাথে নৈতিকতাও শিখতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।