শিক্ষার্থীদের লক্ষ্য থাকতে হবে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি আদায়ের দিকে

বিভিন্ন কলেজে ওরিয়েন্টেশন

আজাদী ডেস্ক | সোমবার , ৯ অক্টোবর, ২০২৩ at ১০:৩১ পূর্বাহ্ণ

রাউজান কলেজের একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, শুধু পরীক্ষায় পাশ করার মাধ্যমে শ্রেণি বদল নয়। সবার লক্ষ্য থাকতে হবে মেধাবী শিক্ষার্থীদের সাথে মেধার প্রতিযোগিতায় অংশ নিয়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি আদায়ের দিকে। তিনি গতকাল রোববার রাউজান কলেজ ও গহিরা ডিগ্রী কলেজের পৃথক দুটি অনুষ্ঠানে যোগদিয়ে প্রধান অতিথির বক্তব্যে এই অভিমত ব্যক্ত করেন।

রাউজান সরকারি কলেজ ও গহিরা ডিগ্রী কলেজের ফজলুল কবির চৌধুরী হলে আয়োজিত দুটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম চৌধুরী ও গহিরা কলেজের অধ্যক্ষ ড. এটিএম শাহ আলম সিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আবদুল ওহাব, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী, প্যানেল মেয়র কাউন্সিলর বশির উদ্দিন খান, ডা. দীপক সরকার প্রমুখ। শেষ পর্বে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে ফুলের ষ্টিক ও কোর্সের নিদেশনামূলক বই বিতরণ করেন।

মোস্তফাহাকিম কলেজ : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলম প্রতিষ্ঠিত উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের ২০২৩২০২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান ৮ অক্টোবর জননেত্রী শেখ হাসিনা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ শাহীন আলমের সভাপতিত্বে অনুষ্ঠিতনবীন বরণে প্রধান অতিথি ছিলেন দিদারুল আলম এমপি। বিশেষ অতিথি ছিলেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সরোয়ার আলম, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাইফুল আলম। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর। আরো আলোচনা করেন সাবেক উপাধ্যক্ষ মো: বাদশা আলম, শিক্ষক সমিতির সচিব অধ্যাপক আবু সগীর, অধ্যাপিকা ফাতেমা জামান, বিভাগীয় প্রধান অসীম চক্রবর্তী ও শিক্ষার্থী একা বড়ুয়া। সঞ্চালনায় ছিলেন অধ্যাপক কাজী মাহবুবুর রহমান ও লায়লা নাজনীন রব। নবীন শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে বরণ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরতে জাতীয় সঙ্গীত পরিবেশন সহ পবিত্র কোরআন থেকে তেলোয়াত এবং গীতা পাঠ করা হয়।

দিলোয়ারা জাহান মেমোরিয়াল কলেজ : দিলোয়ারা জাহান মেমোরিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস গতকাল রোববার অধ্যক্ষ মো. মারুফুল ইসলামের সভাপতিত্বে কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বি.এসসি। প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন অধ্যক্ষ মো. মারুফুল ইসলাম। প্রধান অতিথি বলেন, তোমরা আগামী দিনের কান্ডারী। লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ প্রেমে নিজকে নিয়োজিত করে মানুষের মাঝে বেঁচে থাকবে। অধ্যক্ষ নবাগত শিক্ষার্থীদের আদর্শবান নাগরিক হিসেবে নিজকে গঠন করে সোনার বাংলা বিনির্মাণের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক মোহাম্মদ সহিদ উল্ল্যা।

ডা. ফজলুলহাজেরা ডিগ্রি কলেজ : ডা. ফজলুলহাজেরা ডিগ্রী কলেজে ২০২৩২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাস কলেজ মিলনায়তনে ৮ অক্টোবর অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) স্বপন কুমার নাথের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক হাসনা বানু। কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন দ্বাদশ শ্রেণির ছাত্র মোঃ রাকিব। নবাগত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে ব্যবসায় শিক্ষা বিভাগের সুমাইয়া খানম। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তাহমিনা বেগম, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান মি. মনোজ কুমার দেব ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোহাং আব্দুল জলিল।

সাতবাড়ীয়া অলি আহমদ বীর বিক্রম কলেজ : সাতবাড়ীয়া অলি আহমদ বীর বিক্রম কলেজে ২০২৩২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস কলেজ অডিটোরিয়ামে গত ৮ অক্টোবর অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মোঃ নূরুল ইসলামএর সভাপতিত্বে ওরিয়েন্টেশন ক্লাসে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক সেবাশীষ বড়ুয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল বশর। হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক রবীন্দ্র চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আওয়ামীযুবলীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সমপাদক মীর মোহাম্মদ মহীউদ্দিন। বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিনহাজুল হুদা, অধ্যাপক কাজী নজরুল ইসলাম, অধ্যাপক ছামিরুল ইসলাম, অধ্যাপক সোমা চৌধুরী ,অধ্যাপক মায়াবী দাশ, অধ্যাপক ফরিদুল হক প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন অধ্যপক আবু বাকের সিদ্দিকী।

অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয় : অপর্ণাচরণ সিটি কর্পো’ বালিকা বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির ওরিয়েন্টশনে চসিক ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, নিজের ও দেশের স্বার্থে নারীদের উচ্চ শিক্ষা গ্রহণ করতে হবে। তিনি গতকাল রোববার নগরীর অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টশনে প্রধান অতিথির বক্তব্যে এ একথা বলেন। এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সলিম উল্লাহ বাচ্চুর সভাপতিত্বে ওরিয়েন্টশনে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বেলাল। প্রভাষক সুতাপা চৌধুরী ও সিনিয়র শিক্ষক গৌরি দাশের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন আনোয়ারী, রেহান উদ্দিন, সহকারী অধ্যাপক শিপুল কুমার দে, সুজিত কুমার দে, প্রভাষক কাউসার আক্তার, নিগার সুলতানা ও সিনিয়র শিক্ষক সালমা আকতার প্রমূখ।

যাত্রা মোহন সেন স্কুল এন্ড কলেজ : নগরীর ফিরিঙ্গিবাজারস্থ যাত্রা মোহন সেন স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠান রবিবার সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি এডভোকেট খোরশেদ আলম দোভাষ। বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম, অধ্যাপক টিপলু বড়ুয়া ও অধ্যাপক লিপি বড়ুয়া। সভাপতির বক্তব্যে এডভোকেট খোরশেদ আলম দোভাষ বলেন, নিয়মিত ক্লাসে উপস্থিত হয়ে পড়াশোনায় মনোযোগের মাধ্যমে জ্ঞান চর্চা বৃদ্ধি ও উন্নত ক্যারিয়ার গড়তে হবে প্রতিটি শিক্ষার্থীকে।

পূর্ববর্তী নিবন্ধজলাবদ্ধতা নিরসন, নদী ও পরিবেশ রক্ষায় ৫০ সুপারিশ
পরবর্তী নিবন্ধস্পিডবোটসহ নৌযানে ভাড়া কমানোর দাবিতে ছাত্রলীগের মানববন্ধন