শিক্ষার্থীদের যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে উঠার আহ্বান

চবির বিভিন্ন বিভাগে ওরিয়েন্টেশন ক্লাস

| সোমবার , ৯ অক্টোবর, ২০২৩ at ১০:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২২২০২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগ/ইনস্টিটিউটে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস গতকাল রোববার থেকে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ, ওশানোগ্রাফি বিভাগ এবং ফিশারিজ বিভাগের ওরিয়েন্টেশন প্রোগ্রাম পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। এ সময় চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ, মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, লোক প্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ, ওশানোগ্রাফি বিভাগের সভাপতি ড. মোহাম্মদ অহিদুল আলম, ফিশারিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. রাশেদ উন নবী এবং সংশ্লিষ্ট অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ প্রোগ্রামে বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উপউপাচার্য (একাডেমিক) নবীন শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় প্রদত্ত সুযোগসুবিধা সদ্ব্যবহারের মাধ্যমে নিজেদের যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে উঠার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউন্নয়নের চলমান ধারা অব্যাহত রাখতে হবে : এম এ মোতালেব
পরবর্তী নিবন্ধকোনো অপশক্তি বঙ্গবন্ধু কন্যাকে দমাতে পারবে না