শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ব্যবহার একটি বড় সামাজিক ও শিক্ষাগত চ্যালেঞ্জ পরিণত হয়েছে। প্রযুক্তির উন্নতির সাথে মোবাইল ফোন নিসন্দেহে প্রয়োজনীয় উপকরণ কিন্তু সঠিক দিকনির্দেশনা ছাড়া পড়াশোনার ক্ষতি হচ্ছে। অনেক শিক্ষার্থী ডিভাইসমুখী মোবাইল গেম‘সে আসক্ত হয়ে পড়ছে। শিক্ষার্থীরা বই–এ পড়ার চেয়ে এখন মোবাইলে পড়ে বেশি তৃপ্তি পায়। এই সিস্টেম শিক্ষার্থীদের মন বিকশিত করলেও অন্যদিকে ক্ষতি করছে। তাই এখনো সময় এসেছে অবিভাবক সচেতনার মাধ্যমে শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে।
আজমাইন ইকতিদার রাফি
শিক্ষার্থী, বাকলিয়া সরকারি কলেজ।












