শিক্ষার্থীদের মেধা বিকাশে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই

কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তারা

| বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:১৮ পূর্বাহ্ণ

কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সংক্ষিপ্ত আলোচনা বিদ্যালয় হল রুমে শিক্ষক শুভাশিস নাথের সঞ্চালনায় প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সঞ্চিতা পালিত। প্রধান অতিথি বলেন, সাহিত্যের মোড়কে মোড়া এই বাংলা। প্রতি পদে, ছন্দে ছন্দে জীবনের প্রতিটি অনুভূতিতে ফুটে ওঠে লেখক, কবি, নাট্যকারদের শব্দবন্ধনী। সেই ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখার প্রত্যয়ে এবং ছাত্রীদের সৃজনশীলতা ও মননশীলতার বিকাশ ও উৎকর্ষ সাধনে সাহিত্য ও সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই।

আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, লিপি রানী শীল, দিল আফরোজ হীরা, প্রকাশ কুমার ঘোষ প্রমুখ। শেষে বিজয়ী ৪৫ জন ছাত্রীর হাতে পুরস্কার তুলে দেন অতিথি এবং শিক্ষকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএলাহাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব
পরবর্তী নিবন্ধজলবায়ু পরিবর্তন মোকাবিলায় ক্লিন এনার্জি অপরিহার্য : চুয়েট ভিসি