শিক্ষার্থীদের মুক্তবুদ্ধির চর্চায় আগ্রহী করে তুলে বিতর্ক

দৃষ্টির স্কুল বিতর্ক কর্মশালার উদ্বোধনে বক্তারা

| শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২০ at ৭:০৭ পূর্বাহ্ণ

দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে ও রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকার পৃষ্ঠপোষকতায় রোটারি সাগরিকা দৃষ্টি ২০তম স্কুল বিতর্ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান গতকাল ২৯ অক্টোবর সাফিয়া গাজী রহমান দৃষ্টি লানিং সেন্টারে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন রোটারি ল্যাফটেন্যান্ট গভর্নর (২০২০-২০২১) শহীদুল্লাহ চৌধুরী। অতিথি ছিলেন রোটারিয়ান আজিজুল হক, দৃষ্টি চট্টগ্রামের সিনিয়র সহ সভাপতি সাইফ চৌধুরী ও বিতার্কিক ড. আদনান মান্নান। দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে আরো বক্তব্য রাখেন বনকুসুম বড়ুয়া নুপুর, সাবের শাহ, কাজী আরফাত ও মুন্না মজুমদার। রোটারিয়ান শহীদুল্লাহ চৌধুরী বলেন, জ্ঞানীরা জ্ঞানার্জনের পরেও বিনয়ী থাকেন, অহংকারের লেশমাত্র তাদের চরিত্রে পাওয়া যায় না। শিক্ষার্থীরা জ্ঞানার্জন করবে, মনকে পরিশীলিত করবে, যুক্তিবাদী হবে, সর্বোপরি একজন সুযোগ্য নাগরিক হবে। রোটারিয়ান আজিজুল হক বলেন, দৃষ্টি চট্টগ্রাম সত্যিকারের মানুষ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। রোটারি ক্লাব অব সাগরিকা তাদের সহযোগী হতে পেরে আনন্দিত। দৃষ্টি চট্টগ্রামের সিনিয়র সহ সভাপতি সাইফ চৌধুরী বলেন, প্রথমে নিজেই নিজেকে সেবা করা শিখতে হবে, যে নিজেকে সেবা করতে জানে সে দেশকেও সেবা করতে জানে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রাক্তন বিতার্কিক ড. আদনান মান্নান বলেন, দৃষ্টি চট্টগ্রামের সপ্তাহব্যাপী এই বিতর্ক কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের বিতার্কিক হওয়ার আকাঙক্ষা শাণিত হবে। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা মুক্তবুদ্ধির চর্চায় আগ্রহী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের সভাপতি মাসুদ বকুল বলেন, আমরা বিশ্বাস করি আগামীর নেতৃত্ব শিক্ষার্থীদের মধ্য থেকেই উঠে আসবে। একজন বিতার্কিক নিজের প্রতি, সমাজের প্রতি এবং সর্বোপরি দেশের প্রতি সচেতন। তাই তাদের মাধ্যমেই আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। আজ ৩০ অক্টোবর থেকে শুরু হওয়া এই কর্মশালা চলবে ৬ নভেম্বর পর্যন্ত ভার্চুয়ালি মাধ্যমে। স্কুল শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত এই কর্মশালায় সারা দেশের সপ্তম থেকে দশম শ্রেণির ৮৭ জন শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। কর্মশালায় প্রশিক্ষক থাকবেন বাংলাদেশ টেলিভিশন জাতীয় বিতর্ক প্রতিযোগিতার নিদের্শক প্রশান্ত ভূষন বড়ুয়া, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার বিজয় বসাক, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহফুজ মিশু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আদনান মান্নান, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি আবদুল্লাহ মোহাম্মদ শুকরানা, বিতার্কিক জিয়াদ আল মেহেদী ও বিতার্কিক সাকিব বিন রশিদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুজিববর্ষ উপলক্ষে বরমায় বৃক্ষরোপণ
পরবর্তী নিবন্ধরাউজানের কলমপতিতে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ