শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের প্রতি নজর দিন

| মঙ্গলবার , ২২ জুন, ২০২১ at ৬:১২ পূর্বাহ্ণ

মানুষের পরিপূর্ণ সুস্থ থাকার জন্য শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক ভাবেও সুস্থ থাকতে হয়। কেননা এটি একটি পরিপূরক। বৈশ্বিক মহামারী কোভিট- ১৯ করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। যার ফলে শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়েছে। স্বাভাবিকভাবে বন্ধু -বান্ধব, সহপাঠীদের কাছ থেকে অনেক দিন দূরে তারা। স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন মানুসিক চাপের মুখে। অনেকে চাপ সইতে না পেরে আত্মহত্যা করেছে।আর এই সময়টাই পরিবারের অভিভাবকদের সন্তানের সাথে বন্ধু সুলভ আচরণ করা উচিৎ। তাদের সমস্যা শুনতে হবে এবং সমাধানও করতে হবে। তাদের মন মেজাজের প্রতিও নজর দিতে হবে। শিশুদের জন্য ঘরোয়া পরিবেশে খেলা-ধুলারও ব্যবস্থা করা যেতে পারে। সবসময় উৎফুল্ল রাখতে হবে। বেশি সমস্যা দেখা দিলে ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের শরণাপন্ন হতে হবে।

আবদিম মুনিব, শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

পূর্ববর্তী নিবন্ধসংগ্রামী জীবন চেতনার প্রতীক কবিয়াল ফণী বড়ুয়া
পরবর্তী নিবন্ধছাত্রছাত্রীদের এই অপূরণীয় ক্ষতি পূরণ হবার নয়