আনোয়ারা উপজেলার মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের রুমে বিদ্যালয় শাখার সহকারী প্রধান শিক্ষক হামিদুল হক ও সহকারী শিক্ষক জামাল উদ্দিনের মধ্যে মারামারি ও হাতাহাতির ঘটনার প্রতিবাদে গতকাল রবিবার দুপুর ১২ টায় মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজ মাঠে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ছাত্র–ছাত্রী ও এলাকাবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী সংঘটিত ঘটনায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল উদ্দিনকে অভিযুক্ত করে বক্তব্য রাখেন। তবে সহকারী শিক্ষক জামাল উদ্দিন তার বিরুদ্ধে আনীত অভিযোগ ‘মিথ্যা’ দাবি করেন। এদিকে মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজের একটি সূত্র জানায়, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের দুইঘণ্টা পর বিদ্যালয়ের অফিস কক্ষে শিক্ষকদের জরুরি মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে শিক্ষকরা সহকারী প্রধান শিক্ষক হামিদুল হক ও সহকারী শিক্ষক জামাল উদ্দিনের মধ্যে সৃষ্ট ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে পরস্পরকে মিলিয়ে দিয়ে আগামীতে মিলেমিশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে এ বিষয়ে বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজে সহকারী প্রধান শিক্ষকও একজন সহকারী শিক্ষকের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছে গতকাল দুপুরে শিক্ষকরা সভা ডেকে দুই শিক্ষকে মিলিয়ে দিয়েছেন।