শিক্ষার্থীদের মাঝে লুকিয়ে আছে আগামীর ম্যাজিস্ট্রেট ও ডিসি

বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসক

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ৩০ জুলাই, ২০২৫ at ৬:০১ পূর্বাহ্ণ

বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে জয়িতা কর্নার ও ভেন্ডিং মেশিন উদ্বোধন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।

অনুষ্ঠানে শিক্ষার্থীর উদ্দেশ্যে তিনি বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ, তোমাদের মাঝে লুকিয়ে আছে, আগামীর ডিসি, ইউএনওম্যাজিস্ট্রট সহ দেশের ভবিষ্যৎ নেতৃত্ব। আজকে আমরা যে চেয়ারে বসে আছি, আগামীতে সে চেয়ারের মালিক হবে তোমরা। তাই সে স্বপ্ন লালন করে এগিয়ে যেতে হবে। আমরা যখন লেখাপড়া করতাম তখন শিক্ষকেরা বেত নিয়ে আমাদের মারত, কিন্ত আজ সে সব নেই। তোমরা এখন আধুনিক প্রজন্ম। তোমরাই আগামী দিনের ভবিষ্যত। তোমাদের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ। আগামীতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তোমরাও আমাদের এই চেয়ারে বসার যোগ্যতা অর্জন করবে সেটাই প্রত্যাশা করি।

গতকাল মঙ্গলবার বিকালে বাঁশখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের অংশগ্রহণে ‘স্বাস্থ্যই শক্তি, স্বপ্নেই গতি, সাহসেই সাফল্য’ শীর্ষক আলোচনা সভা বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও স্বাগত বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম। এ সময় অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন, মাধ্যমিক শিক্ষা একাডেমি সুপারভাইজার এয়ার মোহাম্মদ, যুব উন্নয়ন অফিসার মো. শওকতুজ্জামান, নাপোড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, রায়ছড়া প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজীব কুমার দাশ, সিনিয়র শিক্ষক অঞ্জন চক্রবর্তী, মাওলানা মো. ওসমান প্রমুখ।

এর আগে জেলা প্রশাসক ফরিদা খানমসহ বাঁশখালী প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের অংশগ্রহণে মুক্তমঞ্চের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ত্রাণ ভান্ডার, গাড়ির গ্যারেজ ও র‌্যাম্পসহ ওয়াশ কর্নার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি ও উপকরণ বিতরণ, মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বেঞ্চ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। বাঁশখালীতে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধএকুশে পদকের জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান
পরবর্তী নিবন্ধট্রাজেডি