কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলা নববর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের মৌসুমি ফল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে মৌসুমি ফল ও বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইমরান হোসেন জুয়েলের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ও সদস্য মনোয়ারা আখতার, সদস্য সহকারী শিক্ষক তমিশ্রা সেন, শামসুন নাহার রুবা, পিয়াংকা চৌধুরী, শিখা রাণী শিখ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











