প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম নসরুল কদির বলেছেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতার মাধ্যমে টিকে থাকতে হলে নিজের স্বকীয়তা ও শ্রেষ্ঠত্বের জানান দিতে হবে। শিশু–কিশোরদের মাঝে শিক্ষাজীবন থেকেই প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করতে পারলে তারা বড় হয়ে নিজের অবস্থান পাকাপোক্ত করতে পারবে। বলিষ্ঠ সম্ভাবনাময় জীবন গড়তে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করতে হবে। এক্ষেত্রে বড় ভূমিকা রাখছে মাইজভাণ্ডারী একাডেমি। শিশু–কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের অন্যতম মঞ্চ মাইজভাণ্ডারী একাডেমির শিশু–কিশোর সমাবেশ। হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)’র দ্বিশততম জন্মবার্ষিকী ও ১২০তম বার্ষিক ওরস উপলক্ষে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের উদ্যোগে ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসাবে মাইজভাণ্ডারী একাডেমি আয়োজিত দেড় যুগপূর্তি শিশু–কিশোর সমাবেশ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল মাঠে গতকাল শুক্রবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্বিরাত, হামদ্/না’ত, মাইজভাণ্ডারী সংগীত, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, উপস্থিত বক্তৃতা, কনটেন্ট রাইটিং, চিত্রাংকন, স্পেলিং বি, আইডিয়া হান্ট ও সীমিত চলচ্চিত্র, ফটোগ্রাফিসহ মোট ১৯টি ইভেন্টে প্রায় পাঁচ সহস্রাধিক শিশু কিশোর অংশগ্রহণ করেন। সকালে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম নসরুল কদির। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু কিশোর সমাবেশ উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক এইচ এম রাশেদ খান। গেস্ট অব অনার হিসাবে বক্তব্য দেন, শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের সচিব অধ্যাপক এ এম ওয়াই এমডি জাফর। বিশেষ অতিথি ছিলেন, মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহেদুল কবির চৌধুরী, চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী কামালুর রহমান, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ মোহাম্মদ আয়াজ মাবুদ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ তরিকুল আলম। বিভিন্ন ইভেন্টে বিচারকের দায়িত্ব পালন করেন, আবদুর রহিম, সাইফুদ্দিন মাহমুদ চৌধুরী, জয়ন্তী লালা, আবদুল আজিজ, মোহাম্মদ হোসেন, ইকবাল হায়দার, কল্যাণী ঘোষ, আবদুর রহিম, শিমুল শীল, সিরাজুল ইসলাম আজাদ, শোয়েব ফারুকী, দিদারুল আলম চৌধুরী, মোস্তাফিজুর রহমান, আবু সালেহ, আয়েশা হক শিমু, জসিম উদ্দিন খান, সৈয়দ আরিফ মঈনুদ্দিন, মোজাহেদুল ইসলাম, রেখা নাজনিন, ফারুক তাহের, প্রণব চৌধুরী, সামসুল হায়দার তুষার, দীপেন চৌধুরী, সুপর্ণা রায় চৌধুরী, সলিল চৌধুরী, সেঁজুতি দে, উম্মে কাউসার নিঝুম, নয়ন শীল, অজয় শীল, জান্নাতুল ফেরদৌস, শাহরিয়ার হান্নান, অরুপা বড়ুয়া, মাওলানা মুজিবুল হক, মাওলানা জিয়াউল হক কাদেরী, মাওলানা সোহেল উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












