শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী মনোভাব জাগ্রত করতে হবে

শিক্ষা উপকরণ বিতরণে হুইপ

পটিয়া প্রতিনিধি | বুধবার , ২৮ জুন, ২০২৩ at ১০:৫১ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী বলেছেন, দুর্নীতি মানুষকে কলুষিত করে। শিক্ষার্থীদের মন কলুষমুক্ত। তাই আজকের শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী মনোভাব জাগ্রত করা গেলেই দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব হবে। তিনি গত শনিবার পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুনের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রামাকান্ত মজুমদারের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহমেদ, পটিয়া দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, আবদুর রাজ্জাক, ইউপি চেয়াম্যান আমিনুল ইসলাম খান টিপু প্রমুখ। অনুষ্ঠানে করল বালিকা উচ্চ বিদ্যালয় ও রতনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : ডা. শাহাদাত
পরবর্তী নিবন্ধমোবাইল ছিনতাই করে পালানোর সময় হাতেনাতে ধরা