ইয়ুথ ওয়েলফেলার মিশন–বাংলাদেশের উদ্যোগে বাঁশখালী উপজেলার চাঁদপুর–বৈলগাঁও–বড়পুকুরিয়া চা বাগানে প্রান্তিক শিক্ষার্থী ও চা পল্লীর সুবিধাবঞ্চিত এবং আশপাশ এলাকার দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মাঝে গত ৬ মার্চ শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
‘সকল শিশু শিক্ষার আলোয় আলোকিত হোক’ এই প্রতিপাদ্যে ‘মিশন : শিক্ষা উৎসব–২০২৪’ অনুষ্ঠিত হয়। উৎসবে স্কুল ব্যাগ, বই, খাতা, কলম, পেন্সিল, শার্পনার, সায়েন্টিফিক ক্যালকুলেটর, জ্যামিতি বক্স, রং পেন্সিলসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী নিম্ন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রদান করা হয়। সংগঠনের সভাপতি অনিক রায়ের সভাপতিত্বে ও সাগরময় আচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক সুজন বিশ্বাস, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক রুবেল সাহা, পলাশ দে, সুভাষ মুহুরী, অধ্যাপক প্রবীর দাশগুপ্ত, বাসুদেব চৌধুরী, অঞ্জন ধর, অনুপম দাশ, ইমন শর্মা। আরো উপস্থিত ছিলেন সঞ্জয় সরকার, সৌরভ ধর, রজত বণিক, সৌরভ বণিক সুয়েল, জয় দাশ, প্রসেনজিৎ পালিত, শ্রীনাথ, অমিত দাশ, শ্রাবণ মার্মা, কনক শর্মা, রাজেশ দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।