শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতাবোধ জাগিয়ে তুলতে হবে

জেএসইউএসের বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় বক্তারা

| বৃহস্পতিবার , ২৪ অক্টোবর, ২০২৪ at ১০:৪০ পূর্বাহ্ণ

শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে পরম বন্ধু ভাবাপন্ন পরিবেশ গড়ে তুলতে হবে। শ্রদ্ধা, আস্থা, বিশ্বাস ও সম্মানের জায়গাটাকে বড়ো করে দেখতে হবে। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতাবোধ জাগিয়ে তুলতে হবে। এছাড়া,শিক্ষকের প্রথম ও প্রধান কাজই হলো শিখন অভিজ্ঞতা ও জ্ঞান ভাণ্ডার নিয়ে শিক্ষার্থীর কাছে পৌঁছানো এবং শিক্ষার্থীকে শিক্ষার ব্যাপারে আগ্রহী করে তোলা। তাতে করেই আমরা আজকের শিক্ষক দিবসের সার্থক প্রতিফলন তখনই ঘটাতে সক্ষম হবো।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) এর নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীনের সভাপতিত্বে বলুয়ার দীঘির পূর্বপাড়স্থ জেএসইউএস শিক্ষা ও প্রশিক্ষণ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

জেএসইউএস পরিচালক কবি ও প্রাবন্ধিক সাঈদুল আরেফীনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বায়েজিদ থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ব্র্যাক চট্টগ্রাম জেলা সমন্বয়ক ইনামুল হাসান, ঘাটফরহাদবেগ বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাৎ উল্লাহ কাজেমী, চান্দগাঁও বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান এম বাহাদুর আলম। জেএসইউএস প্রোগ্রাম ম্যানেজার (শিক্ষা) মুনজিলুর রহমানের স্বাগত বক্তব্যের পর শিক্ষায় রূপান্তরের ওপর ধারণাপত্র পাঠ করেন প্রোগ্রাম অফিসার (সামাজিক উন্নয়ন) জোবেদা খাতুন। ধারণাপত্রের ওপর মুক্ত আলোচনায় বক্তব্য দেন, এসএমসি সদস্য মিডিয়া কর্মী আনিস আহমেদ খোকন, বলুয়ারদীঘির প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনিন্দিতা পাল, শারমিন ফাতেমা সহকারী শিক্ষক, লামাবাজার প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক এস এম কাউছার আকতার চৌধুরী, বলুয়ারীদিঘি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাছিমা আখতার বেগম, সহকারী শিক্ষিকা রাবেয়া বেগম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রোগ্রাম সুপারভাইজার নাসরিন সুলতানা, সুজন তালুকদার, শিক্ষক পান্না রানী ফিলিপ, শিক্ষক রুমা চক্রবত্তী, শিক্ষিক আরজুমান আক্তার, শিক্ষিকা সুইটি বেগম, শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস প্রমুখ। জেএসইউএস নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন সভাপতির সমাপনী বক্তব্য দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাগর-রুনি হত্যা মামলা তদন্তে ৪ সদস্যের টাস্কফোর্স গঠন
পরবর্তী নিবন্ধবনজসহ ৭ পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন